লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যুবদলের সদস্য ফরম বিতরণ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরের ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও প্রতিনিধি সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন, প্রধান বক্তা ছিলেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আবদুল মুকিত সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মোঃ এনায়েত উল্যা, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ৷ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবদুল খালেক, সদস্য আবদুর রহমান টিংকু, এরশাদ আলম ও জামাল হোসেন প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুর হোসেন হারুন এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন আলতাফ। প্রধান অতিথি আবদুল আলীম হুমায়ুন বলেন, যুবদল হলো গণতান্ত্রিক আন্দোলনের প্রাণ। সংগঠনের শক্তিকে সুসংগঠিত করে আগামী দিনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধান বক্তা আবদুল মুকিত সোহেল বলেন, “যুবদলের প্রতিটি সদস্যই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী। সঠিক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চন্দ্রগঞ্জ থেকে শুরু করে সারাদেশে পরিবর্তনের জোয়ার উঠবে।” চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু বলেন, যুব সমাজই জাতির ভবিষ্যৎ। তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুবদলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে—এই নির্বাচনে আমাদের নেতা সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মোঃ এনায়েত উল্যা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রম শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি গ্রাম-মহল্লার তরুণকে যুবদলের পতাকাতলে নিয়ে আসতে হবে। সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দল আরও বৃহৎ ও সুসংগঠিত হবে, যা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষপর্বে অতিথি ও নেতৃবৃন্দ হাতে-কলমে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত