লক্ষ্মীপুরে বসিকপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মো : ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর :

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ০৭ নং বসিকপুর   ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মাসুদ রহমান চেয়ার প্রতীকে ১৯৮ ভোট , সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকবাল দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ২৮৩ ভোট ও সাংগঠনিক সম্পাদক মো:কবির হোসেন (মেম্বার) মোরগ প্রতীক নিয়ে ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার ২৩ আগস্ট ০৭ নং বসিকপুর ইউনিয়ন পরিষদে বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ (ভিপি হারুন) চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও স্হানীয় নেতাকর্মীগণ। প্রধান অতিথি হারুনুর রশিদ (ভিপি হারুন) বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা- কর্মীরা অত্যাচারিত। এখন চুড়ান্ত সময় এসেছে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে এ জনপদকে গড়ার। আজকে এ নির্বাচন আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা, এখানে কোন হারজিত নাই। শুধু মাএ দায়িত্ব হস্তান্তর করার জন্য আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়া। প্রতিনিধি নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিডিয়ার কাছে। সভাপতি পদে বিজয়ী মাসুদ রহমান বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বসিকপুর বিএনপি ও সকল ভোটারদের ধন্যবাদ জানাই। আমি স্হানীয় বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে আবুল খায়ের ভূঁইয়া কে বিজয়ী করার জন্য কাজ করে যাবো। আমরা এক, আমাদের লক্ষ্য একটাই জাতীয় নির্বাচনে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে বিজয়ী করার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মহিউদ্দিন ইকবাল বলেন, ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো। জাতীয় নির্বাচনে বিএপিকে বিজয়ী করার জন্য কাজ করবো। ইউনিয়ন বিএনপি কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য সবাইকে নিয়ে কাজ করবো। বিজয়ী সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন( মেম্বার) বলেন, কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করেছে আমাকে বিজয়ী করেছে। আমি আমার এ বিজয় বসিকপুর ইউনিয়নের সকল নেতাকর্মীর জন্য উৎসর্গ করলাম। বিএনপির এই কাউন্সিলে তিনটি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন এবং ৪৫৯ ভোটারের মধ্যে ৪৫৪ জন ভোটার তাদের ভোট প্রধান করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত