হরিরামপুরে পুকুরে পোনা মাছ অবমুক্তি

নিজস্ব প্রতিবেদক

 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মোঃ ইমরুল হাসান হিমেল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গত সোমবার, ২৫/০৮/২০২৫ মৎস্য কণা অবমুক্তিকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বিসরাত হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ নুরুল একরাম এবং উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। সরকার ঘোষিত “মাছ চাষে গড়ব দেশ” এই স্লোগান বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। পরে অতিথিরা বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত