কাপ্তাই চন্দ্রঘোনায় সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত সোমবার (২৫ আগস্ট) দুপুরে বাদসা মাঝির ঘোনা ইকবালীয়া মাদ্রাসার সামনে শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। নির্যাতিতদের অভিযোগে জানা যায়, সম্প্রতি সোহেল ও তার সহযোগীরা মো. ইউনুছ আলীর ওপর নৃশংস হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতন চালিয়ে আসছে। শুধু ইউনুছ আলী নয়, আরও অনেকে তার নির্যাতনের শিকার হয়েছেন। তারা বলেন— “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। প্রশাসন নীরব থাকলে সাধারণ মানুষই রাস্তায় নামতে বাধ্য হবে। এদিকে কাপ্তাই চন্দ্রঘোনা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোহেল পাটোয়ারীর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তার অপরাধমূলক কর্মকাণ্ডের দায় বিএনপি বহন করবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত