সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ড- উপজেলার শীতলপুরে শীপ ব্রেকিং ইয়ার্ডে আব্দুল জলিল (২৩) ও বিপুল চন্দ্র (২৫) নামক ২জন কাটিং শ্রমিক নিহত হয়েছে। নিহত জলিল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভূতের বিয়া গ্রামের আয়নাল খোরামির পুত্র ও বিপুল চন্দ্র কুড়িগ্রাম জেলার কোরতাব এলাকার মৃত শশী চন্দ্রের পুত্র। সোমবার সকাল সাড়ে আটটায় চৌধুরীঘাটার মোহাম্মদ দৌলার মালিকানাধীন সাগরিকা শীপ ব্রেকিং ইয়ার্ডে এ দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরো ২জন গুরুতর আহত হওয়ার কথা শুনা গেলেও তাদের কোন হদিস মেলেনি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সাগরিকা ইয়ার্ডে একটি পুরাতন শিপ এর উপরের অংশে কাটিং করার কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ ঐ স্থানে আগুন লাগলে শ্রমিকরা প্রাণ রক্ষার্থে দিগ-বিদ্বিগ ছুটতে থাকা অবস্থায় কয়েকজন শ্রমিক নীচে পড়ে গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আব্দুল জলিলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। অন্যানদের খোজাখুজি অব্যাহত থাকে এবং ঘটনার ৮ ঘন্টা পর বিপুল চন্দ্রের লাশ মবিলে মাখামাখি অবস্থায় পাওয়া যায় শীপ এর অন্ধকারময় অন্য স্থানে। সীতাকু- থানার এস আই প্রদ্যুত কুমার ঘোষের উপস্থিতিতে বিপুল চন্দ্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অব্দুল্লা হারুন পাশা জানান, শিপ ইয়ার্ডে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় সকালে একজন মারা যায় এবং বিকালে আরো একজনের লাশ উদ্ধার করা হয়। তবে আহতের কোন তথ্য আমাদের জানা নেই।
চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত জানান, শীপ ইয়ার্ডে দূর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি তবে আমাদের এখানে কোন গুরুতর আহত ব্যক্তিকে কেউ নিয়ে আসেনি।
সীতাকু- মডেল থানার ওসি অপারেশন জব্বারুল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি বেশি পরিমাণ আগুনের ফুলকি দেখে আগুন লাগছে মনে করে উপর থেকে এক শ্রমিক নীচে লাফ দেয়, এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে ঐ শ্রমিক মারা যায়। বিকালে ঘটনাস্থল থেকে আরো ১জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ২টি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রির্পোট পরবর্তীতে মামলা করার প্রস্তুতি প্রক্রিয়াধীন।