
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাপ্তাই উপজেলা শাখার সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বটন মল্লিককে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বটন মল্লিক অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা বিএনপি।
বহিষ্কারাদেশ ২৯ আগস্ট ২০২৫ সূত্র : কাপ্তাই/বিএনপি/০০৪/২০২৫, বলা হয়েছে : বটন মল্লিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে বহিষ্কার করা হলো। তিনি দলের কোনো নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবেন না। একইসাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক বিষয়ে যোগাযোগ না করার নির্দেশ প্রদান করা হয়েছে। বহিষ্কারাদেশে বিএনপি কাপ্তাই উপজেলা শাখার সভাপতি, লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক, মোঃ ইয়াছিন মামুন,
সাংগঠনিক সম্পাদক উ খোয়াই মং মার্মা, এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।