
হবিগঞ্জ জেলার প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা পুলিশ এর পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ অদ্য ৩১ জে.কে. এন্ড এইচ.কে. হাই স্কুল এন্ড কলেজে পুলিশ নিয়ে বিভিন্ন নেতিবাচক ধারণা প্রশমন করতে, কোমলমতি শিক্ষার্থীদের নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল থেকে পালিয়ে যাওয়া, সামাজিক বিভিন্ন অপরাধ ও ছাত্র-ছাত্রীদের নিকট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । এছাড়াও শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনেন এবং জীবনের লক্ষ্য নিয়ে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক ভিন্ন ভিন্ন জীবনের গল্প তুলে ধরেন এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ তিনি কোমলমতি শিশুদের বিভিন্ন বিষয়ের উপরে উৎসাহ প্রদান করেন, তিনি বলেন জীবনে বড় হতে চলে নিজস্ব লক্ষ্যের উপরে প্রাধান্য দিতে হবে। এ সময় তিনি নিজের ক্যারিয়ারের গঠনমূলক দিকনির্দেশনা তুলে ধরেন। পুলিশ সুপারের এ উদ্যোগকে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সাধুবাদ জানান প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের অভিভাবকগণ জানান এটি একটি ব্যতিক্রম ধর্মীয় উদ্বেগ এই ধরনের উদ্যোগ সমাজে চালু থাকলে অনেক অপরাধ থেকে আমাদের শিশুরা নিরাপদ থাকবে বলে আমরা মনে করি।