চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলন, উৎসব করছে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

 

মো : ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম সম্মেলন আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—চেয়ার মার্কায় সাবেক আহ্বায়ক এম. বেল্লাল হোসেন এবং ছাতা মার্কায় সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু। তবে সাধারণ সম্পাদক পদে মো. ইউসুফ ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট সোহেল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা কাউন্সিলরদের কাছে গিয়ে সমর্থন চাইছেন। পাশাপাশি তারা পৃথকভাবে সভা-সমাবেশ করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছেন। সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চন্দ্রগঞ্জ থানার মোট আটটি ইউনিয়ন থেকে বিএনপির ৫৬৮ জন কাউন্সিলর এ সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদপ্রার্থী এম. বেল্লাল হোসেন বলেন, আমি সবসময় তৃণমূল বিএনপির সঙ্গে থেকে কাজ করেছি। কাউন্সিলররা আমাকে সমর্থন করলে দলকে আরও ঐক্যবদ্ধ করে আগামী দিনের আন্দোলনে চন্দ্রগঞ্জ থানা বিএনপিকে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হব। সভাপতি পদপ্রাথী আনোয়ার হোসেন বাচ্চু বলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপিকে নতুন করে সংগঠিত ও গতিশীল করাই আমার প্রধান লক্ষ্য। কাউন্সিলরদের ভোটে যদি আমি নির্বাচিত হই, তবে সবার মতামত নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল পরিচালনা করব।নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে চন্দ্রগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।