
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা দে (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ‘নাদিয়া মেকওভার’ নামের ওই পার্লারের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রিয়াঙ্কা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে’র মেয়ে। স্বামী সুজিত দত্তের সঙ্গে তিনি চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামীর বাড়ি বাঁশখালী উপজেলায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রিয়াঙ্কার স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কা ‘নাদিয়া মেকওভার’ পার্লারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।