প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০১৯, ৮:৪০ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় কয়েকমাসে বেড়েছে নতুন কৌশলে চুরির ঘটনা

মোঃ আব্দুল্লাহ্,
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় গত কয়েকমাসের ব্যবধানে বেড়েছে চুরির ঘটনা। চুরের দলরা ভিন্ন কৌশল অবলম্বন করে চুরি করে যাচ্ছে। এ কাজের জন্য রাঙ্গুনিয়ায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চুরের দল সক্রিয় রয়েছে বলে জানা যায়। প্রশাসনের চেষ্টার পরেও চুরের দলকে নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছেনা। স্থানীয় এক হিসাব মতে গত তিন মাসে রাঙ্গুনিয়ায় ছোট-বড় মিলে প্রায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ হয় ব্যবসায়ী সহ অনেক পরিবার। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে এ বিষয় স্পষ্ট হওয়া যায় যে, চুরের দলটি তাদের নতুন কৌশল হিসেবে ঘর বা ব্যবসা প্রতিষ্টানের উপরের টিনের চালা খুলে চুরি করছে। তাই এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে একধরণের ভয় ও আতংক। একই পদ্ধতিতে সম্প্রতি রোয়াজারহাট বাজার, ঘাটচেক, ইসলামাবাদ, পদুয়া,কাউখালিসহ বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে তেমন একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়দের দাবী। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিমত- পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনগণ থেকে যে কর ও অন্যান্য পরিপূরক খরচ নেওয়া হয় তার সঠিক ও কার্যকর ব্যবহার এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারে। চুরি রোধে সাধারণ জনগণের সচেতনতার পাশাপাশি প্রশাসনকে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও হাঠ-বাজারকে সম্পূর্ণ সিসি ক্যামরার আওতায় আনার জন্য সাধারণ জনগনসহ ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেন।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.