কাপ্তাইয়ে ৪১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাড়িসহ এক আসামী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রেস বিজ্ঞপ্তি

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১২২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেকপোস্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অবৈধভাবে বহনকৃত ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ০১টি আইফোন, ০১টি স্যামসাং মোবাইল, ০১টি টয়োটা করোলা গাড়ি জব্দ করা হয়। এসময় মোঃ হুমায়ন কবীর চৌধুরী (৩৪), পিতা-মোঃ আক্তার হোসেন, গ্রাম-চিৎমরম মুসলিমপাড়া, পোস্ট-শীলছড়ি, উপজেলা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটিকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯,১১,০০০/- (ঊনষাট লক্ষ এগারো হাজার) টাকা। আটককৃত আসামী, মালামাল ও গাড়ি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত