আহমদ বিলাল খানঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টিভি, দেশ রূপান্তর ও রাইজিং বিডি’র প্রতিনিধি শংকর হোড়।
এছাড় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দৈনিক পূর্বকোণের প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি ইউএনবি’র প্রতিনিধি অলি আহম্মদ, যুগ্ম সম্পাদক চ্যানেল আই ও বাসসের প্রতিনিধি মনসুর আহম্মেদ, দপ্তর সম্পাদক বাংলা নিউজের প্রতিনিধি মো. মঈন উদ্দিন, পাঠাগার ও প্রচার সম্পাদক জিটিভি’র প্রতিনিধি মিল্টন বাহাদুর, কার্য নির্বাহী সদস্য যথাক্রমে প্রথম আলো’র সুপ্রিয় চাকমা, বিটিভি’র প্রতিনিধি জাহেদা বেগম, একাত্তর টিভির প্রতিনিধি উচিংছা রাখাইন ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি শাহ আলম।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৩টি পদের মধ্যে ১২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মো. হান্নান ক্রীড়া সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন। বুধবার সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রেস ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুহাম্মদ ইলিয়াছ ও আলমগীর মানিক। এই পদে মুহাম্মদ ইলিয়াছ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মানিক ভোট পান ৮। এছাড়া ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। দ্বি-বার্ষিক এই নির্বাচনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা।