মোঃ ইমরুল হাসান (হিমেল)
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত প্রায় ১০০ পরিবারের একমাত্র আশ্রয়স্থল এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দুই যুগ ধরে ঘরবাড়ির বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন প্রায় ৫০০ মানুষ।
সরাসরি পরিদর্শনে দেখা যায়, টিনের ছাউনি ও বাঁশের খুঁটি নড়বড়ে হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ফুটো দিয়ে পানি ঝরে ঘর ভিজে যায়। অনেক পরিবার পলিথিন দিয়ে অস্থায়ীভাবে পানি ঠেকানোর চেষ্টা করছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো ছোটখাটো ঝড়েই পুরো কলোনী ভেঙে পড়তে পারে।
এখানকার অধিকাংশ বাসিন্দাই দিনমজুর, কৃষিকাজ বা ভ্যান–অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রায় অর্ধশত কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন ভাঙাচোরা রাস্তায় চরম কষ্ট করে বিদ্যালয়ে যাতায়াত করছে। চিকিৎসা সুবিধারও মারাত্মক অভাব রয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কলোনীবাসী মোস্তফা জানান, “আমাদের ঘরগুলো এতটাই জরাজীর্ণ যে, সামান্য ঝড়ে ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার করা অত্যন্ত জরুরি।”
অন্য বাসিন্দা হেনা বেগম বলেন, “আমাদের দেখার কেউ নেই। আমরা সরকারের কাছে নতুন ঘরবাড়ি নির্মাণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন বলেন, “আমি বিষয়টি আগে জানতাম না। ভারপ্রাপ্ত হিসেবে আপাতত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। নতুন ইউএনও আসার পর কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে সরকার প্রধানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া এখন সময়ের দাবি।