হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মোঃ ইমরুল হাসান হিমেলঃ

মানিকগঞ্জের হরিরামপুরে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ৪টায় উপজেলার বাহাদুরপুর বাজার সংলগ্ন ইছামতি নদীতে বাহাদুরপুর ও ডেগিরচর এলাকাবাসীর উদ্যোগে, এবং গোপিনাথপুর ও রামকৃষ্ণপুর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু)। এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জাফর, হরিরামপুর থানার এসআই শেখ ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির সভাপতি জোবায়ের ওমর, সদস্য সচিব মিজান মৃধা ও কোষাধ্যক্ষ সাইদুর রহমান খান অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, “নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এই আয়োজন আমাদের শেকড় ও বাংলার প্রাণের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। নৌকা বাইচ দেখতে ইছামতি নদীর তীরে ছিল উপচে পড়া দর্শকসমাগম, বিশেষ করে প্রমীলা দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত