হরিরামপুরে বলড়া মোড় সংলগ্ন রাস্তায় বেহাল দশা বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চরম ভোগান্তি, নেই কার্যকর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

মোঃ ইমরুল হাসান হিমেল
মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বলড়া মোড় সংলগ্ন প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলাবদ্ধ হয়ে দুর্ভোগের স্থানে পরিণত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির পিচ ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে এসব গর্তে পানি জমে চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে ব্যাটারিচালিত অটোবাইক, রিকশা ও ভ্যানচালকরা প্রতিদিনই পড়ছেন বিপদের মুখে। এমনকি হরিরামপুর থেকে গাবতলি ঢাকামুখী পাবলিক বাসগুলোও সময়মতো চলাচল করতে পারছে না। ভুক্তভোগী বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিনই আমাদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সরাসরি পরিদর্শনে দেখা গেছে, রাস্তাটির ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বিশাল গর্ত। গর্তে বৃষ্টির পানি জমে থেকে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পথচারী ও যানবাহন চালকদের জন্য ঝুঁকি বেড়েই চলেছে। একজন গাড়িচালক বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা ও পানি জমে যায়। তখন গাড়ি চালানো দুঃসাধ্য হয়ে পড়ে, অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এ বিষয়ে হরিরামপুর উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। জেলা এলজিইডি অফিসের সহযোগিতায় দ্রুত রাস্তাটি চলাচল উপযোগী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার না করা হলে আসন্ন শীত ও শুষ্ক মৌসুমেও জনভোগান্তি আরও বাড়বে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত