
যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে: মতিউর রহমান
সাগর
শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আলহাজ্ব শফিকুর রহমান কিরন এর পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকালে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমানের কিরণের নির্দেশে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২০১৬ সালে ঘড়িষার ইউনিয়ন বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান সাগরের নেতৃত্বে ঘড়িষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় আলহাজ্ব মতিউর রহমান সাগর বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক-নির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরন শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য হয়ে এই জনপদকে এগিয়ে নিবেন। এছাড়াও তিনি মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।