এ.এস.রানাঃ
বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি।কয়েকজন ক্রুসহ যাত্রীরা জিম্মি আছেন বলে সুত্র জানিয়েছে।সন্ত্রাসীর কবলে পড়েই এই দ্রুত অবতরণ বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি উৎপলকান্তি বড়ুয়া।তিনি আজকের কর্ণফুলী কে জানিয়েছেন, সব যাত্রীকে নামিয়ে দেওয়ার পর রানওয়েতে অবস্থান করছে উড়োজাহাজটি। সেটি ঘিরে রেখেছে পুলিশ।বিমানবন্দর সূত্র জানায়, বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিলো।সূত্র আরো জানায়, ভেতরে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।পুলিশ জানায়, বাইরে থেকে দুজনকে অস্ত্র হাতে দেখা গেছে, যারা বিদেশি নন বলে মনে হচ্ছে। পাইলটের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে বলেও পুলিশ জানায়।