মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর মান্দারীতে উদয়ন সমাজ সেবা সংগঠনের উদ্যোগে চলছে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প। সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ১০ টায় যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে স্হানীয় জনসাধারণ ও শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক মানুষের ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয় বিনামূল্যে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন স্হানীয় পর্যায়ে ক্রীড়া, সংস্কৃতিক উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করাসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা যায়। উদয়ন সেবা সংগঠনের সভাপতি খোরশেদ আলম অন্তর বলেন, স্হানীয় পর্যায়ে শিক্ষা সংস্কৃতি ও তরুণদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা 'ই আমাদের মূল উদ্দেশ্য। লেখাপড়ার পাশাপাশি তরুন সমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার কার্যক্রম পরিচালনা করে যাবো আমরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিজেদের অর্থায়নে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমাদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতা ও পরামর্শ কামনা করি।মেডিকেল ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করে মান্দারী বাজারে অবস্হিত বাংলাদেশ মেডিকেল সেন্টার ও নিউ ইবনে সিনা মেডিকেল সেন্টার। মেডিকেল সহযোগিতা দিয়েছেন শারমিন আক্তার, সোহানা আক্তার, রিফাত। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সার্বিক তত্বাবধানে মেডিকেল ক্যাম্প আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোহেল, প্রচার সম্পাদক আবদুল্লাহ মাসুদ, উপদেষ্টা হারুনুর রশিদ, হাছান মাহমুদ প্রমুখ।