হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

মো: ইমরুল হাসান হিমেল
মানিকগঞ্জ প্রতিনিধিঃ

হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আন্ধারমানিক পদ্মারপাড় এলাকায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল ইকরাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।

প্রধান অতিথি মোঃ সাইফুর রহমান জানান, সরকার ঘোষিত ২২ দিনের (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫) নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি এই উদ্যোগের পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন সময়ে চাল ও বকনা বাছুর বিতরণসহ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত