চন্দ্রগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

 

মো:ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে চন্দ্রগঞ্জ থানার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম হুমায়ন, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, থানা বিএনপির সদস্য সচিব এম ইউসুফ ভূইয়া, থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ , সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, থানা যুবদল সদস্য আমজাদ হোসেনসহ চন্দ্রগঞ্জ থানাধীন সকল ইউনিয়ন যুবদলের সভাপতি, সদস্য সচিব এবং সর্বস্তরের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর প্রয়োজন।দিনব্যাপী এ কর্মসূচির আওতায় চন্দ্রগঞ্জ থানা এলাকায় কয়েক হাজার চারা রোপণ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত