মো: মোস্তাফিজুর রহমান রুবেলঃ
নারী শিশু পাচার রোধে রাইটস যশোর নামে একটি বেসরকারী সংস্থা আলোচনা নাটক ও জারী গানের আয়োজন করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টার সময় বেনাপোল পোর্ট থানার গয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দর প্রেসকাবের সাধারন সম্পাদক আজিজুল হক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার এস আই মানিক কুমার সাহা, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলী সহিদ, বেনাপোল বন্দর প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ও বেনাপোল ইউনিয়ন পরিষদ এর সচিব নাজমুল হাসান। উপস্থিত বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য অভিভাবকদের সচেতন হতে বলেন। ১৮ বছরের আগে যেন কোন ছেলে মেয়ে কোন অপরিচিত লোকের সাথে না মেশে সে বিষয়ে সচেতন করা হয়। এছাড়া বৃহৎ সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরও পাচাররোধে সচেতন হওয়ার জন্য আহবান জানানো হয়।