
আজকের কর্ণফুলী ডেস্কঃ
দেশের আইসিটি শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক গুরুত্ব দিয়ে যাচ্ছে সরকার। আইসিটির ক্ষেত্রে কারিগড়ি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ পেতে আইসিটি শিক্ষাকে গুরুত্ব দিতে রাংগামাটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। রবিবার রাংগামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি কাপ্তাইয়ে রাইখালীতে রিফিউজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতল ভবন শুভ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন- যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট সেসব বিদ্যালয়ে দ্রুত শুণ্যপদ পুরণ ও নিয়োগের জন্য জেলা পরিষদকে জানানো হবে। প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অজয় কুমার সেন(ধনা) এর সভাপতিত্বে এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিংমং মারমা, রাংগামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, রাইখালী ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি মংক্য মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে। অনুষ্ঠানে আ’লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্হিত ছিলেন।