বেনাপোল হতে মোঃ মোস্তাফিজুর রহমান রুবেলঃ
৩০ অক্টোবর ২০২৫ তারিখ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবিএর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন চাঁনপাড়া বাজারের পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ১৭৩.৭৬ গ্রাম ওজনের ০১ টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোরে গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম মোঃ বাসার শেখ ২৩.পিতা- মোঃ সোহেল, গ্রামঃ পদমদি, ডাকঘরঃ পদমদি, থানাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬,৮৯,১০৯ছাব্বিশ লক্ষ উননব্বই হাজার একশত নয় টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০বিশ হাজারটাকা এবং নগদ ১,৭২০টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২৭,১০,৮২৯সাতাশ লক্ষ দশ হাজার আটশত উনত্রিশটাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।