যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি আবারো এক দিনের ব্যবধানে ৬ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে

নিজস্ব প্রতিবেদক

 

বেনাপোল হতে মোস্তাফিজুর রহমান রুবেলঃ

৩১ অক্টোবর ২০২৫ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর অভিমান চালিয়ে অনেক স্বর্ণ চোরাকারবারীকে ০৬ টি স্বর্ণের বার ও ০২টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৩৪) পিতা- রুহুল আমিন, গ্রামঃ ছোট আঁচড়া, বেনাপোল, থানাঃ শার্শা, যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ১,২৬,০৮,৯২৫এক কোটি ছাব্বিশ লক্ষ আট হাজার নয়শত পঁচিশ টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ২২,০০০বাইশ হাজার টাকা এব
আরো নগদ ৯,০৮৭টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,২৬,৪০,০১২এক কোটি ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার বার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত