
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডলুইছড়ি ম্রখ্যংওয়া বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসব।
দিনভর চলে ফুলপূজা, বুদ্ধপূজা, দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার, কল্পতরু দান ও পিণ্ড দানসহ নানাবিধ দান অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন।
বিহারাধ্যক্ষ ভদন্ত তিষা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারাধ্যক্ষ পূজনীয় ভদন্ত পামোক্ষা মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান উজানী পাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত সুবন্নলঙ্কার মহাথেরো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারানগিরি ৩২২ নং মৌজা হেডম্যান উবাথোয়াই মারমা রিপন এবং পরিচালনা কমিটির সভাপতি অংসুউ মারমা বাবলু। শত শত পূর্ণার্থী উপস্থিত হয়ে ধর্মীয় ভক্তিতে মুখর করে তোলে পুরো এলাকা।
বিহারাধ্যক্ষ তিষা মহাথেরো জানান, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম সৎকর্মের দান। তিনি সকল দায়ক-দায়িকা ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই চীবর দান যেন সকল প্রাণীর শান্তি ও মঙ্গলের বার্তা বয়ে আনে।







