রাঙামাটির কাপ্তাই উপজেলায় আনসার মৌলিক প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে — চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

নিজস্ব প্রতিবেদক

 

চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাই:

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সফরে সোমবার (০৩ নভেম্বর) আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। সফরকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি শিলছড়ি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ–২০২৫ (৪র্থ ধাপ) সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, উপমহাপরিচালক, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ এবং রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ। সভাপতিত্ব করেন নূরুল আফছার চৌধুরী, পিভিএমএস, উপপরিচালক, শিলছড়ি আনসার ব্যাটালিয়ন (৩৫ বিএন), কাপ্তাই, রাঙ্গামাটি। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, ওয়াগ্গা চা এস্টেট পরিচালক খোরশেদ আলম কাদেরী, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী আমির হারুন অর রশিদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শিল্পকলা একাডেমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা স্কাউটস, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ। সংক্ষিপ্ত সফর শেষে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মৌজায় হেডম্যান অরুণ তালুকদারের কার্যালয় পরিদর্শন করেন।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত