কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাব সদস্যরা ক্রেতা সেজে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে। জানা যায়, ৭ আগষ্ট বিকাল ৩টারদিকে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের পর্যটন বাজারে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়িসহ উত্তর লম্বরীর মৃত মকতুল হোছনের পুত্র মুসা ইব্রাহীম (২৬) কে আটক করে।