প্রেস বিজ্ঞপ্তি,
মঙ্গলবার (৪ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এর নিজ কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এবং সভা সঞ্চালনা করেন মহাসচিব মো. শামছুল আলম।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ ওমর ফারুক, যুগ্ম মহাসচিব লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মিলন, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় সাংবাদিক সাগর রুনি হত্যা দাবি সহ সকল সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন ও সংগঠনকে সারাদেশে আরও সম্প্রসারণের পরিকল্পনা গৃহীত হয়। সভা শেষে সভাপতি ড. শাহজাহান মজুমদার উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।