কাপ্তাইয়ে সার্কেল অফিসের নতুন ভবন উদ্বোধন করেছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের কাপ্তাই সার্কেলের এএসপি কার্যালয়ের নব নির্মিত অফিস কাম-বাসভবনের উদ্বোধন করা হয়েছে। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাইয়ের জীবতলীস্থ এই কার্যালয়ের ফলক উম্মোচন করেন পুলিশের মহা-পরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী (বি.পি.এম )। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর অাগে অাইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিঅাইজি খন্দকার গোলাম ফারুক, রাঙামাটি এসপি অালমগীর কবির, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার, বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ অফিসার মাসুদুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অাশুতোষ নাথ, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি সৈয়দ মো: নুর, কাপ্তাই উপজেলা অা.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, সুব্রত বিকাশ তনচংগ্যা, নূর নাহার বেগম, কাপ্তাই ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর তারক চন্দ্র পাল সহ অারও অনেকে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত