মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি :
সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর, বুধবার দুপুরে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বস্তল এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুন গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা গোলজার প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,জেলা যুবদলেরসাবেকসহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু,উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা,জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।এসময় প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন,“তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়