
জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে গণধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুর পক্ষে শনিবার বিকেলে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেন. ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনের মত মানুষের জনস্রোত তথাকথিত রাজনীতির বাইরে নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর আহ্বান জানান। একমাত্র নতুন নেতৃত্বেই পারে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে, নতুন কিছু দিতে। কোন কোন রাজনৈতিক দলের নেতারা ওই পুরনো ফ্যাসিবাদের মতই হুমকি ধামকি আধিপত্য বিস্তারে অপরাজনীতি ফ্যাসিবাদী কায়েম করতে চায়, তাদেরকে মনে করে দিতে চায়, ১৬ বছরের ওই আওয়ামী দুঃশাসন মিনিটের মধ্যে চুরমার হয়ে গেছে, ছাত্র – জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পরিণতিও তাই হবে।তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোন প্রেক্ষাপট তৈরি হয়, সেটি হয়তো নির্বাচন কমিশন বিবেচনা করবে, অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। গণধিকার পরিষদ ৩শ আসনে একক প্রার্থী দেবে। যদি কোন জোট হয় তাহলে নজরুল ইসলাম নজুর মত জনসমর্থন আছে এরকম আসন নিশ্চিত করেই জোট হবে । উপজেলা গণধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, জেলা গন অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, উপজেলা গণধিকার পরিষদের সেক্রেটারি মোজাম্মেল হক, পৌর গণ অধিকার পরিষদের সভাপতি এম এ কাশেম নীরব, সাধারণ সম্পাদক রবিন আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সৎ, নিষ্ঠাবান, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ৫ ই আগস্ট এর আগ থেকে এখন পর্যন্ত যিনি বিভিন্ন মসজিদ- মাদ্রাসাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুদান দিয়ে আসছেন, গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।







