
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
জেলা নৌ স্কাউটস কাপ্তাইয়ের আয়োজনে ৩ দিনব্যাপী ১৮৬ তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্স ২০২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং জেলা নৌ স্কাউটস কমিশনার কমডোর আমানত উল্লাহ। এসময় তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদেরকে কর্মক্ষেত্রে সফল হতে সহায়তা করবে। তোমাদের মেধা মনন গঠনে সহায়ক হবে। এসময় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা সচিব কমান্ডার আলিফ উল্লাহ ( বিএন), নৌ আঞ্চলিক স্কাউটস এর উপ কমিশনার( প্রোগাম) এম জাহাঙ্গীর আলম, ৬ষ্ঠ ষষ্ঠক কোর্সের কোর্স লিডার এএলটি লিটন চন্দ্র দে, পারদর্শিতা ব্যাজ কোর্সের কোর্স লিডার মীর জিল্লুর রহমান (উডব্যাজার)
সহ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর পদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা মনোমুগ্ধকর গান, নাচ এবং অভিনয় পরিবেশন করেন । প্রসঙ্গত: গত শুক্রবার (১২ ডিসেম্বর) হতে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে শুরু হওয়া দুই কোর্সে সর্বমোট ৮১ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।







