প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০১৯, ২:১৭ অপরাহ্ণ

মোঃ নাজমুল সাঈদ সোহেল
কক্সবাজার প্রতিনিধি :
ভোটার হব, ভোট দিব’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।দিবসটিকে ঘিরে শুক্রবার (১মার্চ) সকালের দিকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে কোট সেন্টারস্থ গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্ব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদ উল্লাহসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজন।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.