কাপ্তাইয়ে রাইখালী ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন উয়ইচিং মারমা

নিজস্ব প্রতিবেদক

 

আজকের কর্ণফুলী ডেস্কঃ

কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সায়ামং মারমা ও বাকি দুই পুরুষ প্যানেল চেয়ারম্যান ছুটিতে থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কিছুদিনের জন্য দায়িত্ব পালনে ৭,৮,৯ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা উয়ইচিং মারমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। উয়ইচিং মারমার শারীরিক অসুস্থতা ও তাহার বাড়ি ২নং রাইখালী ইউনিয়নের দুর্গম এলাকা হওয়ায় ইউনিয়ন পরিষদের প্রতিদিন আসা-যাওয়া করা অসম্ভব জানিয়ে এলাকার জনগনের স্বার্থ বিবেচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে আজ ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের  এক সভায় সিদ্ধান্তক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে অনিহা প্রকাশ করে এই পদত্যাগ পত্র জমা দেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত