বিএনপির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যের অভাব রয়েছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তেল-পানির মিশ্রণের মতো ঐক্যফ্রন্ট। এটিকে ভাঙার কোনো প্রয়োজন এবং উদ্যোগ কোনোটারই প্রয়োজন নেই। আমরা চাই, বিএনপি টিকে থাকুক এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকুক।সরকার বিএনপি এবং ঐক্যফ্রন্ট ভাঙার চেষ্টা করছে’-সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমনই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার সচিবালয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।পঞ্চম উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারে কম নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোটার উপস্থিতি একটু কম ছিল, তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি কিছুটা বেশি হতো।তথ্যমন্ত্রী বলেন, বিএনপি টিকে থাকুক এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এটাই চায় আওয়ামী লীগ সরকার। কিন্তু তারা টিকে থাকার মতো কাজ করছে না।মন্ত্রী বলেন, বিএনপির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যের অভাব রয়েছে। নির্বাচনে অংশ গ্রহণ না করে একটি সুস্থ-স্বাভাবিক নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে নিজেরাই পালিয়ে বেড়াচ্ছে। তারা যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে তাতে তাদের রাজনীতি থেকে একেবারেই পালাতে হয় কি না তা নিয়ে আমার শঙ্কা হচ্ছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত