মোঃ এনামূল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাইখলী ইউ পি

নিজস্ব প্রতিবেদক

 

বিশু তনচংগ্যা,কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাইয়ে রাইখালী ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামূল হক। রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমার শারিরীক অসুস্থতার কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা অক্ষম হয়ে পরে। তিনি শারিরীক উন্নত চিকিৎসার জন্য ছুটি নিয়ে নেন। এদিকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য মোঃ এনামূল হক কে আগামী ১৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। মোঃ এনামূল হক বিগত ২০০২ সালে ইউপি সদস্যের নির্বাচিত হয়ে দীর্ঘ পনের বছর যাবৎ দায়িত্ব পালন করে একজন জনপ্রতিনিধি হিসেবে বেশ সুনাম অর্জন করেন। বিগত ২০১৪তে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদন্ধিতা করেন। ২০১৬ সালে ইউপি নির্বাচনে আবারও ২নং ওয়ার্ডের ইউপি সদস্যে প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে পুনরায় বিজয়ী লাভ করে। একাধারে তিনি ছিলেন একজন সমাজসেবী, রাজনৈতিক,ক্রীড়াবিদ ও ব্যবসায়ী। সমাজসেবার বিশেষ অবদানে তিনি অসংখ্য পুরস্কার প্রাপ্ত হন। তিনি “ইউনাইটেড মুভম্যান্ট হিউম্যান রাইটস্” মহান মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬, বিচারপতি শিকদার মকবুল হক ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন কাজ থেকে গ্রহণ করেন। তিনি ২০১৬তে নেলসন মেন্ডেলা পুরস্কার পেয়ে এক গৌরব অর্জন করে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত