
চৌধুরী মুহাম্মাদ রিপনঃ
কাম করো, দ্বীন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়ার করো। এই শ্লোগান নিয়ে আওলাদে রাসুল (৪০ তম বংশধর ) , আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যাদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ ( রহঃ ) তার অগ্রদূত, গাউসুল আযম দস্তগীর ” ( রাদ্বিয়ালাহু তায়ালা আনহু) র রূহানী আদর্শের সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিক কার্যক্রমের ফসল
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ১১ নং পশ্চিম গুজরা মগদাই ইউনিয়ন শাখার উদ্যোগ আলহাজ্ব নুর আহম্মদ তালুকদারের সভাপতিত্বে পবিত্র মি’রাজুন্নবী উদ্ যাপন করেন গত বৃহস্পতিবার। উক্ত মি’রাজুন্নবীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালাম, শুরুতে মাহফিল উদ্বোধন করেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ ( বি,এ), যুগ্ম সম্পাদক এসকান্দর মিয়া ও আবদুর রহিমের উপস্থাপনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে প্যানেল মেম্বার আব্দুল মালেক,আলহাজ্ব মুহাম্মদ আবু বক্কর সওদাগর, অধ্যাপক জামাল উদ্দিন, আলহাজ্ব হাবিবুল ইসলাম চৌধুরী, আহমেদ সৈয়দ, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ ইউনুস সিদ্দিকী, মুহাম্মদ সাহজাহান সিরাজ প্রমূখ। প্রধান ওয়ায়েজ তফসিল আনেন হাফেজ মাওলানা নুর মুহাম্মদ আল কাদেরী,বিশেষ ওয়ায়েজ তফসিল আনেন যথাক্রমেঃ হযরাতুল আলহাজ্ব মাওলানা আজিজুল হক আল কাদেরী, হযরাতুল আলহাজ্ব মাওলানা শওকত হোসাইন রযভী,মাওলানা সালাউদ্দিন আল কাদেরী মাওলানা হামিদ হাসান মুরাদ, খতমে গাউসিয়া শরিফ পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মুহাম্মদ হারুন,