প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০১৯, ৭:৪৬ অপরাহ্ণ
টেকনাফের হোয়াইক্যংএ মাদক ব্যবসায়ীদের কোন ছাঁড় নেই বললেন: পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে মাদক,জঙ্গি, দূর্ণীতি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্টিত হয়েছে। (৮মার্চ) সোমবার বিকেল ৩ টায় হোয়াইক্যং ইউনিয়ন বাজারে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি রিকভারি এন্ড রেসিলেন্স প্রোজেক্ট ইউএনডিপির সহযোগীতায় সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহিনশার পরিচালনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন,হোয়াইক্যং বিকাশ ব্যবসায়ীদের কে কোন ব্যবসা করতে দিবোনা। বিকাশ ব্যবসায়ীদের কে তছনছ করে ফেলবো। আমি যে কয় দিন আছি হোয়াইক্যংয়ে মাদক মুক্ত করেই ছাড়ঁবো।
কোন ইয়াবা ব্যবসায়ী কে ছাঁড় দেওয়া হবেনা।
তিনি আরো বলেন,আমরা সবাই মিলে চেষ্টা করলে হোয়াইক্যং থেকে ইয়াবা নিমূল সম্ভব হবে। আমার একার পক্ষে সম্ভব নয় আমরা আপনারা মিলে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে ও ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটি গঠন করে ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা ছেড়ে সুন্দর পথে চলে আসুন,প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি যারা ১০২ ইয়াবা কারবারী আত্মসমর্পণ করেছে তাদের ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইয়াবা ব্যবসা ছেড়ে আপনারা ভাল হয়ে যান। আলোর পথে আসুন,আইনের কাছে আত্মসমর্পণ করুন।
বক্তব্য রাখলেন, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবিএম এস দোহা, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দিপংকর কর্মকার, হোয়াইক্যং কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হারুনর রশিদ সিকদার, সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, নয়াবাজার উচ্চ বিদ্যালয় পর্ষদের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন,ইউএনডিপির প্রজেক্ট কো-অর্ডিনেটর খালেদ ইশারাত,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক নুরুল হোসাইন, থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে সুশীল সমাজ,জনপ্রতিনিধি, মাদক প্রতিরোধ কমিটির সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ।
সহকারী পুলিশ সুপার ড.ইকবাল হোসেন বলেন এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, যদি নিজেকে সংশোধন করতে চান নিজের জীবন বাঁচাতে চান, সুষ্ঠুভাবে সমাজে বসবাস করতে চান, সম্মানজনক ভাবে বসবাস করতে চান, নিজের দোষ স্বীকার করুন এবং আইনের কাছে আত্মসমর্পণ করুন। প্রধান অতিথি জেলা পুলিশ সুপার এবি,এম,মাসুদ হোসেন বলেন, হোয়াইক্যংয়ে মাদক ব্যবসায়ীকে কোনভাবে প্রশ্রয় দেয়া হবে না উল্ল্যেখ করে তিনি বলেন সমাজের গুটি কয়েক মাদক ব্যবসায়ীদের জন্য সবাই দায়ভার নিতে পারেন না।নিজের দোষ স্বীকার করো নিজেকে শুদ্ধ করো মাদক বিরোধী ভুমিকা পালন করো, যদি না করো তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সামাজিকভাবে ইয়াবা ব্যবসায়ীদের বয়কট করতে হবে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.