রাউজান বাসন্তি পুজা, ৫০০ গর্বধারিণী মাকে নিজ সন্তানের পুজা অর্পণ

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন সুলতানপুর ছিটিয়াপাড়াস্থ সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মায়ের মন্দির প্রাঙ্গনে নিজ সন্তান কর্তৃক ৫০০ গর্বধারিনী মাকে পুজা অর্পন করা হয়েছে। শ্রী বাসন্তী পুজা ও মহা রামনবমী উপলক্ষে রাউজান পূজা উদযাপন পরিষদের তত্বাবধানে, জাগো হিন্দু পরিষদ রাউজান শাখার পরিচালনায়, স্থানীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের আয়োজনে এই ব্যতিক্রমী আয়োজন সকলের প্রশংসা অর্জন করেছে। জীবিত অবস্হায় মাকে সন্তান কর্তৃক জনসম্মুখে পুজা অর্পন নি: সন্দেহে একটি অনন্য আয়োজন বলে জানিয়েছেন উপস্হিত ভক্তবৃন্দ। বাসন্তি পুজার মহানবমীতে উলুধ্বনি, ঢাক-ঢোল, মঙ্গল প্রদীপ, শঙ্খ-ঘণ্টার ধ্বনির মাধ্যমে প্রায় পাঁচশতাধিক মায়ের চরণধোয়া, পুষ্পমাল্য দিয়ে বরণ ও মাতৃপূজা করা হয়। ডাঃ রাখাল দাশগুপ্তে’র সভাপতিত্বে, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সহ সাঃ সম্পাদক রাউজান শাখার সাধারন সম্পাদক
শ্রীযুক্ত সুমন দাশগুপ্তের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ৩নং চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে,৬নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত,সমাজ সেবক ডাঃসুজিত দত্ত ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে পৌরহিত্য করেন জাগো হিন্দু পরিষদ রাউজান শাখার সহ-সভাপতি অরিন্দম চক্রবর্তী ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত