
কাপ্তাই প্রতিনিধিঃ
সরকারের স্বাস্হ্য অধিদপ্তরের অধীন জাতীয় রোগ নিয়ন্ত্রন বিভাগের আয়োজনে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্হ্য বিভাগের সহোযোগিতায় ম্যালেরিয়া বিষয়ক এ্যাডভোকেসি সভা শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: একরাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, স্বাস্হ্য অধিদপ্তরের ম্যালেরিয়া ও এডিস সংক্রান্ত রোগ নিয়ন্ত্রন বিভাগের ডেপুটি ম্যানেজার এম আখতারুজ্জামান,স্বাস্হ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এম কে হাসান মোর্শেদ, স্বাস্হ্য মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক নিখিল মানকিন । এ্যাডভোকেসির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই স্বাস্হ্য বিভাগের জুনিয়র কনসালটেশন ড: মাকসুদুল করিম। এ্যাডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক,স্কাউটস, ধর্মীয় নেতৃবৃন্দ, আইন শৃংখলা বাহিনীর ৫৫ জন সদস্য অংশ নেন।