সীতাকুণ্ড সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় নবনির্মিত স্কুলঘর ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক

মেজবা খালেদ

সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় স্কুলঘরের নির্মাণ কাজ ও চলাচলের রাস্তাটির সংস্কার কার্য পরিদর্শন করে ত্রিপুরা বাসিন্দাদের ভালবাসায় সিক্ত হলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরাপাড়ায় হাম রোগে আক্রান্ত হয়ে নয় শিশুর মৃত্যুর এক বছর পর প্রশাসন থেকে ত্রিপুরাদের যাতায়াতের ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার, কূপ-নলকূপ স্থাপন, স্কুল, অস্থায়ী ক্লিনিক নির্মাণ ও স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।

একটি করে কূপ, অস্থায়ী ক্লিনিক, টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে । তিন কক্ষের আধা পাকা স্কুলঘরের নির্মাণ কাজ শেষ ও চলাচলের রাস্তাটি প্রশস্ত করে সংস্কার করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম স্কুলঘরের নির্মাণ কাজ ও চলাচলের রাস্তাটির সংস্কার কার্য সরেজমিনে পরিদর্শন করেন। ঐসময় ত্রিপুরা পাড়ার বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্পের আওতায় ওই ত্রিপুরাপাড়ার রাস্তা নির্মাণ বাবদ তিন লাখ টাকা, তিন কক্ষের স্কুল ভবন নির্মাণে সাড়ে পাঁচ লাখ টাকা, নলকূপে ৫০ হাজার টাকা, প্রাক্-প্রাথমিকের দুজন শিক্ষকের দুই বছরের বেতন বাবদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পায়খানা, নলকূপসহ আরও প্রয়োজনীয় উন্নয়নের জন্য ২৭ লাখ টাকা বরাদ্দ চেয়ে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত