কাপ্তাই প্রতিনিধিঃ
নীলপদ্ম সাহিত্য পরিবার, একটি আন্তর্জাতিক অনলাইন সাহিত্য সংগঠনে বান্দরবানের সুপরিচিত কবি প্রকাশ বড়ুয়া 'প্রচ্ছায়া' নামক কবিতায় সাপ্তাহিক সেরা কবি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, কবির দুটি কবিতা সম্প্রতি পাঠকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। কবির প্রথম কাব্য গ্রন্থ 'চলে যাও আমি চাইনি, বিগত ২০১৭ বই মেলায় আত্মপ্রকাশ করে, গ্রন্থটি বান্দরবানের জেলা প্রশাসন প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করে সকল পাঠকের মাঝে পাঠকের জন্য দ্বার উন্মোচন করেন। কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ "কৃষ্ণতিথি" অধিক পরিচিত অনলাইনে প্রতিষ্ঠিত সংগঠন নীলপদ্ম সাহিত্য পরিবারের বান্দরবান চ্যাপ্টার সম্প্রতি বান্দরবান জেলা প্রেস ক্লাবে প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করে পাঠকের জন্য পাঠ উন্মুক্ত করেন।
কবি প্রায় তিন দশক ধরে সাহিত্য কর্মের সাথে সম্পৃক্ত। কবি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকভূক্ত গীতিকবি।
তাঁর এ অর্জনে এলাকার সকল সাহিত্য অনুরাগী অভিনন্দন জানিয়েছেন।