
শহিদুল ইসলাম মহেশপুর থেকে
ঝিনাইদহের মহেশপুর পৌরসভাধীন নওদা গ্রামে মা ও নানিকে কুপিয়ে হত্যাকারি ইমরানকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
উল্লেখ্য গত ২৫ এপ্রিল দিবাগত গভীর রাত্রে নেশাগ্রস্ত ইমরান তাদের নিজ বাড়িতে ঘুমের ঘরে তার গর্ভ ধারিনী মা ও নানিকে কুপিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করে মাইক্রযোগে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু বলে ঘোষনা করে। ২৬ এপ্রিল লাশ দুইটি পোষ্টমাডাম করে নিজ গ্রামে নামাজে জানাযা শেষে তাদেরকে দাফন সম্পুন্য করা হয়। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম গোপন সুত্রে জানতে পারে খুনি ইমরান কুষ্টিয়ায় অবস্হান করছে এমন সংবাদের ভিত্তিতে ওসি রাশেদুল আলম, পৌর ওসি মতলেবুর রহমান, এস আই আলিমুজ্জামান সহ কয়েকজন ফোর্স সঙ্গে নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে রাত ১২ টার সময় কুষ্টিয়া বটতৈল এলাকা থেকে তাকে আটক করে মহেশপুর থানায় নিয়ে আসে। আটককৃত ইমরানকে ঐ মাডার মামালায় ঝিনাইদহ কোট হাজতে প্রেরন করা হয়েছে।