বিশেষ প্রতিনিধি রোয়াংছড়ি হতেঃ
রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিসের সৌজন্যে উপজেলার ৪টি ইউনিয়নের ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয়। উপজেলার কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মার্মা, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মার্মা, উপজেলা কৃষি অফিসার হাবিবুন্ নেছা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবুল কান্তি ভট্টাচার্য্য, এসএপিপিও অংসাজাই মার্মা, এসএএও অংবাইং মার্মা, মংশৈপ্রু মার্মা, নুচিং মার্মা, মিনাক্ষী তঞ্চঙ্গ্যা, মনিকা তঞ্চঙ্গ্যা, নুসিং মার্মা, রসমেরী শাহু বম, মিলু তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক কৃষানীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চহাইমং মার্মা বলেন বর্তমান সরকারের প্রান্তিক কৃষকদের কৃষি বিষয়ে সহায়তা প্রদান করাই এ প্রকল্পের লক্ষ্য। এলাকার আর্থ সামাজিক উন্নয়নে কৃষি পূণর্বাসন প্রকল্পের আওতায় ১০০ জন প্রান্তিক কৃষকের সমতল ও জুম চাষ আবাদের জন্য এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য, আগামী ২ মে বৃহস্পতিবার আরো ২৮০ জন কৃষকের মাঝে এডাপশনের আওতায় ধান বীজ বিতরণ করা হবে। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকাশ বড়ুয়া।