
বিশু তনচংগ্যা
কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকায় বন ও পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে ইট ভাটার স্থাপনার মাধ্যমে ইট বাণিজ্য চলছে আজ দীর্ঘ ৭ বৎসর। মালিকের নেই কোন বৈধ লাইন্সেস। এই ইট ভাটার স্থাপনের মাধ্যমে ক্ষতি হচ্ছে এলাকার অরহর কৃষি জমি ও এলাকার সুষ্ঠ পরিবেশ। এলাকার বনাঞ্চল কেটে নষ্ট করছে সুষ্টো পরিবেশ। বন ও পরিবেশ অধিদপ্তরের সংশোধনী বিধিমালা ২০১৩ এর ৮নং (ক)ধারা অনুযায়ী এমন ইট ভাটা স্থাপনের জন্য কমপক্ষে এলাকার ২কিলো মিটার দুরত্বের থাকতে হবে কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে ১ কিলো দুরত্বে থাকতে হবে। কিন্ত এমন বিধিমালা লক্ষণ করে বনাঞ্চল কেটে আজ সুষ্ঠ পরিবেশ নষ্ট হচ্ছে। বেড়ে যাচ্ছে দিনে দিনের পানির উর্বতা। হচ্ছে বায়ু দুষণ । পাশে রয়েছে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, চলাচল রাস্তা দোকানপাত, কিংবা গ্রামের ভিতরে এই ইটভাটা স্থাপনের মাধ্যমে চলছে ইট পোড়ানো ও সুষ্ঠ বনাঞ্চল ধ্বংস করে চলছে জমজমাট ব্যবসা বাণিজ্যে।