
বান্দরবান ব্যুরোঃ
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সরকারের বিশেষ নির্দেশনায় বটতলায় বাউল গানের আসর রোয়াংছড়ি বাস স্টেশন বটতলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।বাউল গান বাংলাদেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মানুষের পাওয়া, নাপাওয়া, মনশিক্ষা, দেহতত্ত্ব, গুরুভক্তি অনেক বোধের বার্তা দেয়। সম্প্রতি বাংলাদেশ সরকার শিল্পকলা একাডেমীর মাধ্যমে এ জনপ্রিয় বাউল গানের প্রচার এবং প্রসার ও মানুষে মানুষে ভেদাভেদ,ধর্মান্ধতা ভুলে মানুষের প্রতি মানুষের ভালবাসা সৃষ্টির লক্ষ্যে বটতলায় বাউল গানের আসর শিরোনামে এমন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে, তারই ধারাবাহিকতায় বান্দরবান জেলা শিল্পকলা একডেমী বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন বটতলায় এ অনুষ্ঠান সম্পন্ন করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর জেলা পরিষদ কনভেনিং কমিটির কনভেনার সিংইয়ং ম্রো, সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু।অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন- বিশিষ্ট ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম এবং দিলীপ বড়ুয়া ও তার দলের স্বনামধন্য শিল্পীবৃন্দ।এমন অনুষ্ঠানের মাধ্যমে বাউল গান পুণরায় জনগনের মনে জায়গা করে নেবে এবং মানুষের গতানুগতিক চিন্তাধারা থেকে মুখ ফেরাবে বলে বিশিষ্ট জন মনে করেন।