
কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার ভোর রাতে রাঙ্গুনিয়া থানাস্থ মধ্য সরফভাটার কাজীর খিল গ্রামের চোর চক্রের সদস্য বেলালের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে সম্প্রতি চুরি হওয়া একটি মোটর সাইকেল। অন্যদিকে মো. শামীম ও বেলাল নামক এই চক্রের দুই সদস্যকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।কাপ্তাই থানা সুত্রে জানা যায়, গত ১১ই মে কাপ্তাই থেকে চুরি হয় একটি মোটরসাইকেল। পরে চুরি হওয়া মোটর সাইকেলটির মালিক কাপ্তাই থানায় মামলা (মামলা নং- ১) দায়ের করলে অবশেষে সোমবার মধ্য রাতেই রাঙ্গুনিয়া থানাস্থ মধ্য সফরভাটার কাজীর খিল এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে মোটর সাইলকেলটি। কাপ্তাই থানা পুলিশের এসআই এইচ.এম দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ.এস.আই রবিউল ইসলাম ও আব্দুল মোতালেব সহ তাদের সঙ্গীয় পুলিশ ফোর্স ভোর রাতেই অভিযান চালিয়ে কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র মো. শামীমকে (২৮) ও রাঙ্গুনিয়ার কাজীর খীল এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেনকে (২৫) আটক করা হয়।কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।