ভাবিয়া করিও কাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ বড়ুয়া

তুলে নিলাম আমার স্বপ্ন রথে
এলোমেলো দিকভুলো পথ হতে।

আবিরে বেঁধেছি কপাল, সিঁথি
পায়েল, চুড়ি, যত রীতিনীতি।

প্রেম স্নেহ ভালবাসা মমতায়
মিলিয়েছি জ্ঞান ধ্যানে সমতায়।

মনের কক্ষ দখল দিলাম যেই
তোমারই মাঝে আমি হঠাৎ নেই।

তোমার হাসি ঠাট্টা আমার কষ্ট
দিনে দিনে আমিই পথ ভ্রষ্ট।

কৌশলে পেতে মাকড়শার জাল
আটকে নিলে আমার মহাকাল।

আটকে গেছে আমার স্বপ্ন যত
জীবনাকাশ তোমার কাছে নত।

চাইলে পারো বাঁচিয়ে দিতে সব
মরতে যাওয়া হাজারো কলরব।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত