
প্রকাশ বড়ুয়া
************
মায়ের কোলে জন্ম আমার
মায়ের বুকে বাস
আমি মায়ের কলিজা প্রান
নিশ্বাস ও প্রশ্বাস।
নিরাপত্তা শিক্ষা দীক্ষা
মায়ের হাতেই সব
বেড়ে ওঠার কলাকৌশল
হাসি কলরব।
এলোমেলো আঁকিবুকি
সিলেটের গায়ে
প্রথম হাটতে শিখান সেও
আমারই মায়ে।
আজ সে আমি অনেক বড়
নিজেই করি সব
এখনো আমার হৃদয়ে
মায়ের অনুভব।
আমার মায়ের দেয়া শিক্ষা
এতোটাই যে সার
কখনো যেন না করি
মিথ্যা পাপাচার।।