শশী মুৎসুদ্দী বাঁচতে চাই

নিজস্ব প্রতিবেদক

রাউজান প্রতিনিধি:

রাউজান থানার মহাহামুনি গ্রামের ছোট্ট শিশু শশীর হৃৎপিন্ডে ছিদ্র দেখা দিয়েছে।উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হবে।সেখানে অানুমানিক ব্যয় হতে পারে পাঁচ লাখেরও বেশি।তার বাবা সিমন মুৎসুদ্দী চট্টগ্রাম ইপিজেডে একটি চাকরি করেন।তিনি তার জায়গা সম্পত্তি বিক্রি করেও সংগ্রহ করেছেন আনুমানিক তিন লাখের মতো।মেয়েকে হাসপাতালের বেডে শুইয়ে বাকি টাকার জন্য পাগলের মতো ছুটছেন।সমাজের বিত্তবানরা এগিয়ে অাসছেন না, কারণ তারা জানে এ কাজে সুনাম নেই।শশীকে হেল্প করলে কেউ ক্রেস্ট দিবে না।তাই অামার মানবিক বন্ধুদের বলছি চলুন সবাই শশীকে বাঁচাই,তার বাবাকে সাহায্য করি।
যে যা পারি সাধ্যমতো চেষ্টা করি।প্লিজ….

সিমন মুৎসুদ্দী(শশীর বাবা) : 01812379846
মাতাঃ রুপনা মুৎসুদ্দী,
গ্রামঃ মহামুনি, পাহাড়তলী,
থানাঃ রাউজান।
বিকাশ নাম্বার : 01814346768
রাজকুমার সাজুঃ 01818118803

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত